বেতনের টাকা দিয়ে ত্রান দিচ্ছেন জামালগঞ্জে ওসি সাইফুল আলম

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

বেতনের টাকা দিয়ে ত্রান দিচ্ছেন জামালগঞ্জে ওসি সাইফুল আলম

 

মো:বায়েজীদ বিন ওয়াহিদ/ জামালগঞ্জঃঃ

কোভিড-১৯ এক ভয়ংকর সংক্রমণের নাম। যা সারা পৃথিবীর মানুষকে উৎকন্ঠায় ফেলে দিয়েছে। পৃথিবীর সকল উন্নয়নের চাকা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি শুরু হয়েছে মানুষ বেঁচে থাকার লড়াই। পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় আজ করোনা সংক্রমনে আক্রান্ত হয়েছে বাংলাদেশও।

 

দেশের এই ক্রান্তিলগ্নে মানুষ যখন দিশেহারা ঠিক এই মুহুর্তে মানুষকে সুরক্ষিত ও সচেতনতা সহ হোম কোয়ারান্টেইন রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে জামালগঞ্জ পুলিশ প্রশাসন। তারই ধারাবাহিকতায় জাতির এই ক্রান্তিলগ্নে জামালগঞ্জের পুলিশের ভুমিকা উপজেলায় মানব সেবায় নজীর হয়ে থাকবে।

 

স্বচক্ষে দেখেছি জীবনের মায়া ত্যাগ করে পরিবার পরিজনকে বাসায় রেখে প্রতিদিনই পুলিশ প্রশাসন প্রতিটি হাটবাজার সহ বিভিন্ন গ্রামে গ্রামে মানুষকে ঘরমুখী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। নিজের কিংবা পরিবারের কথা ভেবে কোন পুলিশ সদস্য তার কর্তব্য কাজ থেকে বিরত থাকেননি। তাই এ দূর্যোগে উপজেলাবাসীর দৃষ্টি কেরে নিয়েছে উপজেলা পুলিশ প্রশাসন।

 

মানুষজন পুলিশকে অতীতে বাকা চোখে দেখলেও এবার তাদের নিরলস পরিশ্রম ভয়ভীতি উপেক্ষা করে মানুষের পাশে দিনরাত পরিশ্রমের কারণে দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে উপজেলা প্রশাসনের নির্দেশে প্রতিটি ইউনিয়নে বিদেশ ফেরত ও বর্তমানে ঢাকা,নাঃগঞ্জ,নরসিংদী থেকে আসা লোকজনের বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরী করা তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্যবাধকতা সহ প্রতিটি মসজিদে পাঁচ জনের বেশি মুসুল্লি না হওয়া এবং প্রতিটি মানুষকে সচেতন করেই দায়িত্ব শেষ করেননি।

 

নিজের বেতনের টাকা দিয়ে রাতের আধারে প্রায় অর্ধশত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন অফিসার ইনচার্জ মো সাইফুল আলম। উপজেলার ফেনারবাক ইউনিয়নের সাত বারের ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার বলেন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জাতীর যে কোন ক্রান্তিলগ্নে পুলিশ নিজেদের মায়া ত্যাগ করে মানুষের জন্য আত্ম নিয়োগ করেছেন।

 

ঘুর্ণিঝড় সিডর ও ৭৪ এবং ৮৮ প্রলয়ঙ্কারী বন্যায় প্রতিটি ক্ষেত্রে জীবন বাজি রেখে কাজ করে গেছেন। সুনামগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযোদ্বা লীগের সভাপতি ও সাবেক জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্বা সংসদ কমান্ডার এডভোকেট আসাদ উল্লাহ সরকার বলেন,জাতীর জনক বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে রাজারবাক পুলিশ লাইন থেকে পুলিশই প্রথম পাকিস্তানি হানাদারদের দিকে গুলি ছুড়ে, সেই যুদ্ধে অনেক পুলিশ শহীদ হন।বাংলাদেশ যতদিন রবে ততদিন তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই দূর্যোগে অনেকেই সহযোগিতায় এগিয়ে এসেছেন।

 

কিন্তু বাংলাদেশ পুলিশ যা করছে তা নজীরবিহীন। বর্তমান ওসি সাইফুল আলম অন্যান্য ওসিদের তুলনায় ব্যাতিক্রম। তিনি কোন মিথ্যা মামলা নেন না। তাই জামালগঞ্জ থানায় মামলা অনেক কমে গেছে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো সাইফুল আলমকে ফোন করলে তিনি বলেন,সরকারি নির্দেশনা মোতাবেক মানুষের কল্যানে আমরা জামালগঞ্জ থানা পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930