সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
প্রতিনিধি /ওসমানীনগরঃঃ
ভয়ঙ্কর ভাইরাস করোনার আক্রমনে থমকে গেছে জীবন। বেকার হয়ে ঘরে বসে আছে দিনমজুর, রুদ্ধ হয়েছে নিত্যদিনের খেটে খাওয়া মানুষের জীবিকার পথ। ফলে মধ্য ও নিম্ন আয়ের লোকগুলো দিশেহারা হয়ে পড়ছে। অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সঙ্কট প্রকটভাবে দেখা দিচ্ছে। যারা দিনমজুর, তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। ঘর বাজারসদাই শূন্য। আয়ের সবরকম উৎস বন্ধ। কোত্থেকে দু’বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না। তাই বাধ্য হয়ে অপেক্ষার প্রহর গোনছে, কেউ এসে দু’মুঠো খাবার তাদের দেয় কিনা। এমন সময় পথচারী অভূক্তদের পাশে এগিয়ে এসেছেন Smile Charity এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক উপজেলার মোবারক পুর (নুরপুর) গ্রামের বাসিন্ধা দিলোয়ার হুসেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায়দের দিকে। নিজের বাড়িতে রান্না করে খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন ভাসমান পথচারীদের পাশে। গত শুক্রবার এবং শনিবার দিলোয়াল হুসেন নিজের বাড়িতে রান্না করে খাবারের প্যাক নিয়ে সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর থেকে দয়ামীর বাজার পর্যন্ত ভাসমান অসহায়দের হাতে এক বেলা খাবার তুলে দিয়েছেন।
দিলোয়ার হুসেন বলেন, নিজ এলাকা ও তাঁর আশেপাশের অসহায় আর নিম্ন আয়ের মানুষের দিন বড় কষ্টে যাচ্ছে। অনেকেই খেয়ে দিন পার করছেন অনেকেই না খেয়ে। তাই সামান্ন রান্না করো খাবার অসহায়দের হাতে তুলে দিতে পেরেছি তাই আল্লাহর দরবায়ে শুকরিয়া। এই বিপর্যস্ত পরিস্থিতিতে এলাকায় দরিদ্র অসহায় মানুষের পাশে সবাইকে দাঁড়ানো উচিৎ। আমার পরিবারের পক্ষ থেকে গরীব-অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সবার উচিৎ যার যার সাধ্যমতো এগিয়ে আসা।