সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
ওসমানীনগরে প্রবাসী পরিবারের খাদ্য সমাগ্রী বিতরণ সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে ইউনিয়নের নূরপূর (মোবারকপুর) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল কাইয়ুমের পরিবারের অর্থায়নে করোনা ভাইরাসের কারনে অসহায় ঘরবন্দি ও কর্মহীন ৭০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রী মধ্যে ছিলো, চাল, ডাল, ময়দা, পিয়াঁজ, তেল, চানা, চিনি, সাবান।
এসময় নিরাপদ দূরত্ব বজায় রেখে বিতরনী অনুষ্টানে উপস্তিত ছিলেন, প্রবাসী পরিবারের সদস্য মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইচ,,Smile Charity এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক দিলোয়ার হুসেন,ওসমানীনগর ভিলেজ ডেভেলপমেন্ট যুব সমিতির সভাপতি সামছুল ইসলাম শামীম, প্রবাসী পরিবারের সদস্য আমিরুল হক, আবুল হুসেন, শায়েখুল ইসলাম শায়েখ, অপু আহমদ প্রমুখ।
মঙ্গলবার খাদ্যসামগ্রী বিতরণকালে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবুল লেইচ করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সরকারী নিয়ম মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা ভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। আমাদের প্রবাসীরাও প্রবাসে ঘর বন্দি। তারপরও তারা এলাকার অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়েছেন। এই পরিবার সব সময় অসহায়দের পাশে থাকবে।