সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ/ জামালগঞ্জঃঃ
দেশে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের সকল পদক্ষেপ বাস্তবায়নের লক্ষে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাতে ও চলছে ত্রান সহায়তা। জানা যায় করোনা ভাইরাস দূর্যোগ সংকট কালীন সময়ে উপজেলার ৬ ইউনিয়নে তৃতীয় ধাপে প্রতি ইউনিয়নে ৪৫০ জন করে মোট ২৭০০ পরিবারের মাঝে গ্রামে গ্রামে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা বিতরন করেন সংশ্লিষ্ট সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
এসময় জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রতি ইউনিয়নে ট্যাগ অফিসারও নিয়োগের নির্দেশ দেন জেলা প্রশাসন, তা বাস্তবায়নের লক্ষে উপজেলার বেহেলী ইউনিয়নে তদারকি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী মো মোশাররফ হোসেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পরিদর্শক মো শামসুল হুদা ফয়সাল।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এ বি এম রুহুল আমিন। জামালগঞ্জ সদর ইউনিয়নে তদারকি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা জিএম নুরুল আমিন, উপজেলা মৎস কর্মকর্তা অমিত পন্ডিত। ফেনারবাক ইউনিয়নে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো আরিফুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপার ভাইজার আব্দুল মুকিত, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল,সাচনা বাজার ইউনিয়নের দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো শরীফ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা,সহকারী মৎস কর্মকর্তা কামরুল হাসান।ভীমখালী ইউনিয়নের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহের তালুকদার,সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বি জাহান।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো আসআদ, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের দায়িত্বে ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো ফয়সাল আহমদ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো ফয়সাল কবির,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল মিলন সহ সংশ্লিষ্ট সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও সদস্য,সদস্যা এবং গ্রাম পুলিশবৃন্দ। এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।