সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
ওসমানীনগরের সীমান্তবর্তী উত্তর কালনীচর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী মৃত কালাই মিয়ার পরিবারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর কালনীচর গ্রামে সাবেক ইউপি সদস্য মৃত আব্দুল হামিদ ও উপজেলা সেচ্চা সেবকলীগের সদস্য জুনায়েদ আহমদের বাড়িতে করোনা ভাইরাসের কারণে অসহায় নিন্মবিত্ত ও কর্মহীন ২শ পরিবরের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোনাই গাজী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবায়দুর মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজমল মিয়া, সাধারণ সম্পাদক মাহমদ আলী প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় সরকারী ত্রান সামগ্রী এসব এলাকায় অনেকটা পৌছে না। অবশেষে অসহায় এসব পরিবারের পশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মৃত কালাই মিয়ার পরিবার। আশা রাখি তাদের পাশাপাশি এলাকার বিত্তবানরা অসহায় নিন্মবিত্ত পরিবারের পাশে দাড়াঁবেন।