সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে করোনা ভাইরাসের কারণে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবলীগ নেতা রানু মিয়া।
দেশ বিদেশে অবস্থানরত রানু মিয়ার পরিবারের সদস্যদের উদ্যোগে উপজেলার অসহায় নিন্মবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার রানু মিয়ার পরিবারের উদ্যোগে উপজেলার ওলাতৈল ও পশ্চিম ব্রাহ্মণগ্রামে শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা পীর মজনু মিয়া।
এসময় যুবলীগ নেতা রানু মিয়া বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের কারণে ঘর বন্ধি ও অসহায় কর্মহীন প্রতিটি ঘরে ঘরে আমাদের পরিবারের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। আশা রাখি অসহায় মানুষের পাশে বিত্তবানরাও এগিয়ে আসবেন।