সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলার লক্ষ্যে অতিথেরন্যায় সিলেটের বিশ্বনাথে ৩ দফায় এলাকার ১ হাজার ৩ শত কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবাররের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলার রামপাশা ইউনিয়নের পাঁচঘরী গ্রামের মরহুম হাজী মনোহর আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী হাজী তেরা মিয়া।
বিগত সময়ের সকল দূর্যোগেও তিনি ছোট ভাই সিরাজ মিয়ার মাধ্যমে এলাকার অসহায় মানুষকে নিজের পরিবারে পক্ষ থেকে সহযোগীতা প্রদান করেছেন। অতিথের ধারাবাহিকতায় এবারও করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে মোকাবেলার লক্ষ্যে প্রবাসী হাজী তেরা মিয়ার অর্থায়নে তার পরিবারের পক্ষ থেকে গত শুক্রবার প্রথম দফায় নিজ গ্রাম পাঁচঘরীসহ আশপাশের পালেরচক, রামচন্দ্রপুর, দোহাল, মনোহরপুর, পাঠাকইন, রামপাশা, শ্রীপুর ও নওধার গ্রামে প্রায় সাড়ে ৮ শত পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেন।
এরপর গত ৩ দিনে (শনি-সোমবার) রামপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের আরোও প্রায় সাড়ে ৪ শতাধিক পরিবারের মধ্যে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ১ কেজি ছানা, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ২ লিটার সোয়াবিন তেল।
যুক্তরাজ্য প্রবাসী হাজী তেরা মিয়ার ছোট ভাই সিরাজ মিয়ার সভাপতিত্বে ও আশুগঞ্জ বাজারস্থ হলিচাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান আতিকের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার মুরব্বি হাজী মনফর আলী, তৈমুছ মিয়া, উস্তার আলী, আয়াজ আলী, গণি শাহ, মাওলানা হাবিবুর রহমান, চুনু মিয়া ও তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠক লুৎফুর রহমান, আহমদ শরিফ, বদর নূর খান, রিপন মিয়া, ওয়াসিম আলী, সিরাজ মিয়া, সুমন মিয়া, আঙ্গুর আলী, জমির আলী প্রমুখসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।