সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
প্রতিনিধি/ বিশ্বনাথঃঃ
করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষ্যে ‘সিলেট এইড’র পক্ষ থেকে ৭ শতাধিক কর্মহীন-অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার এবং সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের আউশকান্দি এলাকার ৭ শতধিক অসহায় পরিবারকে ওই খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চানা, ১ কেজি চিনি, আধা কেজি গুড়া দুধ, আধা কেজি খেজুর ও ৫ লিটার সোয়াবিন তেল প্রদান করা হয়। অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য সোমবার দুপুরে বিশ্বনাথের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের হাতে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি আবদুর রহমান খালেদ।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠক মো. শাহজাহান, নাজিম উদ্দিন, ফাহিম আহমদ, জুনেদ মিয়া, বদরুল আলম, রাসেল আহমদ, সুজেল মিয়া, মামুন আহমদ প্রমুখ। উল্লেখ্য রমজান মাস উপলক্ষ্যে ‘সিলেট এইড’ এর পক্ষ হতে বিগত কয়েক বছর যাবৎ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে খাদ্যসামগ্রী।