সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে চেয়ারম্যান বাবুল  

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

জেলা প্রতিনিধিঃঃ
সারাবিশ্ব সর্বস্তরের জনগণ নিজ নিজ ঘর বন্দী ঠিক সেই মুহুর্তে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সংকট কালীন সময়ে হাওরের ধান কাটার শ্রমিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ কৃষকের ধান কেটে দিয়েছেন তাহিরপুর  উপজেলার হাওর দরদী বন্ধু  ও তাহিরপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
তিনি প্রতিদিনের মত বুধবার সকালে  উপজেলার মাটিয়ান হাওরের গিয়ে কৃষকের পাশে দাড়ান। এবং কৃষকের ধান কেটে দেন। এসময় তাকে পাশে পেয়ে আনন্দিত সেই সাথে উৎসাহ পেয়েছে হাওর পাড়ের কৃষকগন। সংকটকালীন সময়ে তিনি প্রতিদিন হাওর থেকে হাওররে কৃষকের কাছে ছুটে বেড়াচ্ছে বিরামহীন এই মানবতার ফেরিওয়ালার। এসময়  উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসারসহ নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
এরপর তিনি দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ হাসপাতালের কার্যক্রম সম্পর্কে আবহগত হন ও হাসপাতাল পরিদর্শন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএফএইচএফপিও ডাঃ ইকবাল হোসেন,ডাঃ সুমন চন্দ্র বর্মন,
তৈয়াবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার প্রমুখ।
তাহিরপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সংকট কালীন সময়ে হাওরের ধান কাটার শ্রমিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি  আমার অবস্থান থেকে এগিয়ে এসেছি। উপজেলার শনি ও মাটিয়ান হাওরসহ ছোট বড় মোট ২৩টি হাওরের কৃষকদের ধান কেটে উৎসাহ দিতে ও সবাই কে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30