সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
প্রতিনিধি/ বালাগঞ্জঃ
করোনা মোকাবেলায় গৃহবন্দি ও পবিত্র রমজান উপলক্ষে বালাগঞ্জ উপজেলার নাশিওয়র পুর গ্রামের অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে হাসান ফাউন্ডেশন ইউকে‘র চেয়ারম্যান বাশিরুল হাসান বশির এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এলাকার ২শতাধিক অসহায় নিন্মবিত্ত কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, চানা, খেজুর, লবন, আলু, পেঁয়াজ, তেল, রসুন।
নিরাপদ দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, নাশিয়ারপুর পুর জালালিয়া কিন্ডার গার্টেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী আলা উদ্দিন রিপন, ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, হাসান ফাউন্ডেশনের ম্যানেজার আঙ্গুর আলী, তত্বাবধায়ক মো: ইয়াওর আলী, সেবাজসেবী হাফিজ হুসাইন মাহবুব, প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে মহামরি আকার ধারণ করেছে। আমাদের দেশের মতো প্রবাসীরাও বিভিন্ন দেশে গৃহবন্দি হয়ে আছেন। দেশের এই ক্রান্তিলগ্নে অতিথের ন্যায় হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান বাশিরুল হাসান বশির এলাকার অসহায় মানুষের কল্যানে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মহানুভবতার উজ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এই দান অনুদান নাশিয়ারপুর অসহায় মানুষদের দূর্ভোগ কিছুটা হলেও লাগব হবে।