সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
করোনা ভাইরাসের মহামারি মোকাবেলায় ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের গৃহবন্দি থাকা নি¤œ ও মধ্যে আয়ের পরিবারগুলো মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী দেশে করোনা ভাইরাসের পাদূভাব শুরু পর থেকেই অরুনোদয় পাল ঝলক ও তার পরিবারের পক্ষ থেকে নি¤œ আয়ের মানুষদের সার্বিক সহায়তার কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার দিন ব্যাপি তাজপুর ইউনিয়নের চক ভারেরা সর্দার পাড়া ও মাধবপুর গ্রামের দুই শতাধিক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মালেক খালিক, আওয়ামীলীগ নেতা সুরুজ আলী, উপজেলা সেচ্চা সেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, উপজেলা যুবলীগের সদস্য খালেদ সর্দার, জেলা সেচ্চা সেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক রিপন দেব, যুবলীগ নেতা হারুন মিয়া, নাজমুল আলম, রায়হান আহমদ, আব্দুল করিম, নাজমুল আহমদ, ছাত্রলীগ নেতা শাকিল আহমদ, কামরুল ইসলাম প্রমুখ।
বিতরণ কালে অরুনোদয় পাল ঝলক বলেন, করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সারা দেশের মধ্যে ও নি¤œ আয়ের দূর্ভোগে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আহব্বান জানিয়েছেন। দেশের এই কান্তিলগ্নে ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আহব্বানে সারা দিয়ে গত ২৫ মার্চ থেকে আমিসহ আমার পরিবারের পক্ষ থেকে ওসমানীনগরের উপজেলার গৃহবন্দি লোকজনের মধ্যে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা হচ্ছে। এটা আমরা অব্যাহত রাখার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।