সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে যেন দুঃসবাদ পিছু ছাড়তে চাইছে না। মহামারি প্রাণঘাতি করোনা যেন জগন্নাথপুরকে ধীরে ধীরে গ্রাস করছে। এতো দিন না হলেও গত ২ দিন ধরে করোনা আক্রমনের প্রভাব শুরু হয়ে গেছে। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। আরেকজন হয়েছেন আক্রান্ত। ১৫০টি বাড়িকে করা হয়েছে লক ডাউন। এতে পুরো জগন্নাথপুর উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক।
স্থানীয়রা জানান, ২২ এপ্রিল বুধবার করোনা উপসর্গ নিয়ে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের আকল দাশের ছেলে গ্রাম পুলিশ বাদল দাশের মৃত্যু হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে রিমন মিয়া (১৮) করোনা আক্রান্ত রোগী হিসেবে সনাক্ত হয়েছেন। তাকে সিলেট শহীদ সামসুদ্দিন হাসাপাতাল আইসোলেশনে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত উত্তর নাদামপুর গ্রামের ১৫০টি বাড়িকে লক ডাউন করেছেন।
এর আগে ১৭ এপ্রিল রাতে নারায়নগঞ্জ থেকে উত্তর নাদামপুর গ্রামে ১৩ জন আসেন। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকরা ১৮ এপ্রিল তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখেন। পরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন। ১৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়। ২৩ এপ্রিল তাদের মধ্যে রিমন মিয়া করোনা রোগী হিসেবে সনাক্ত হয়েছেন।