সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরীর কাকাতো ভাই, শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা চন্দন চৌধুরীর পুত্র অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের ১০০ পরিবারের মাঝে ১ লাখ টাকা উপকারভোগীদের ঘরে-ঘরে পৌছে দেয়া হয়।
এ ছাড়া এলাকার ২ পরিবারকে এক বস্তা করে চাল, এবং আরো ২ পরিবা কে ১ বান্ডিল করে টিন দেয়া হয়েছে। নগদ অর্থ বিতরণ করেন পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও প্রবাসীর কাকা, ব্যাংকার দিলীপ চৌধুরী এসব অর্থ ঘরে-ঘরে পৌছে দেন। এসময় উপজেলা কন্ট্রাকটর এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ চৌধুরী, ব্যবসায়ী সোহাগ আহমদ, জাকির আহমদ, অপু রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।