সিলেট ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ/জামালগঞ্জঃঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এই প্রথম ২ কিশোরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সূত্রে জানা যায় ওই ২ কিশোরী উপজেলা সদরের দক্ষিণ কামলাবাজ গ্রামের মো তাহের মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার, ও মৃত রেজন মিয়ার মেয়ে সুলতানা আক্তার। যাদের উভয়েরই বয়সই ১২ বছর।
এ ঘটনায় উপজেলা প্রশাসন ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি লকডাউন করেছে। জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মঈন উদ্দিন আলমগীর বলেন, গত সোমবার উপরোক্ত ২ কিশোরী সদ্য ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসার কারনে সতর্কতার জন্য জামালগঞ্জ হাসপাতালের করোনা শনাক্ত টিম তাদের সহ মোট ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট এমএ জি ওসমানী মেডিক্যালের বিশেষায়িত ল্যাব টেষ্টে পাঠানো হয়।
আজ শুক্রবার সকালে পাঠানো পরীক্ষার প্রতিবেদনে উপরোক্ত ২ কিশোরীর করোনা ‘পজিটিভ’ এসেছে বলে জামালগঞ্জ কতৃপক্ষ জানিয়েছে। তিনি আরও জানান, আক্রান্ত ওই ২ কিশোরীর নমুনায় শুধু পজিটিভ-ই আসছে। তাই তাদের কোন উপসর্গ না থাকায় আপাতত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অবস্থার কোন অবনতি হলে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেের নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাঁদেরকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা পাল বলেন করোনায় আক্রান্ত ২ কিশোরীর যেহেতু কোন উপসর্গ নেই শুধু নমুনা পজিটিভ আসছে,তাই আপাতত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
তাছাড়া করোনার বিস্তার রোধে দক্ষিণ কামলাবাজ গ্রামে বহিরাগত কাউকে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।এবং ওই এলাকার ৫০টি বাড়িতে বিপদজনক লাল পতাকা টানিয়ে লকডাউন করা হয়েছে। এব্যাপারে কথা বললে জেলা সিভিল সার্জন ডাঃ মো শামস উদ্দিন প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |