সিলেট ও সুনামগঞ্জে র‌্যাবের জরিমানা

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

সিলেট ও সুনামগঞ্জে র‌্যাবের জরিমানা

সিলেটঃঃ

সিলেটের কোতয়ালী থানা এলাকায় র‌্যাব-৯ এর মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা সিলেটে মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (২) ধারা অমান্য করায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করেছে র‌্যাব-৯।

 

জানাযায়, সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা ২০মিনিট থেকে ১টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর অপারেশন কমান্ডার এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে ও সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস যৌথ অভিযানে এসএমপির কোতয়ালী থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (২) ধারা অমান্য করায় ৪টি প্রতিষ্ঠানকে ৮,০০০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

 

সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জের ছাতক এলাকায় র‌্যাব-৯ মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি প্রতিষ্টানকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের অপারেশন কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস মোঃ শফিকুল ইসলাম এর সমন্বয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১১টা ৩০ মিনিট হইতে ১টা পর্যন্ত ছাতক থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (২) ধারা অমান্য করায় ৫ টি প্রতিষ্ঠানকে ২৮,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031