সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিস্থিতিতে ও পবিত্র রজমান উপলক্ষ্যে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ঘুরে ঘুরে অসহায় কৃষক ও শ্রমিকদের হাতে প্রতিদিনই ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন,সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সেলিম আহমদ।
জানাযায়,করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জেলার হওরাঞ্চলের রোজার প্রথম দিন থেকেই অনেক শ্রমিক হাওরে ধান কাটতে গেলেও সঠিক সময়ে ঘরে ফিরতে পারেন না। সঠিক সময়ে ইফতার করতেও পারে না। তাই প্রত্যেকটি হাওরে ঘুরে ঘুরে অসহায় দুস্থা নীরবে নিভৃতে কৃষক ও ধানকাটার শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন তিনি। আর প্রতিদিনই কমপক্ষে ৫শ শ্রমিক ও কৃষকদের মাঝে¡ বিতরণ করেছেন বলে জানাযায়।
এ ব্যাপারে জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ জানান,আমি মহান আল্লাহ তালার সন্তষ্টি লাভের জন্যই নীরবে নিভৃত্বে ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। অহসায় কৃষক ও শ্রমিকেদর বিবেকের তাড়নায় পাশে দাড়াতে রোজার প্রথম দিন থেকেই যা পারছি তা দেয়ার চেষ্টা করছি এবং পবিত্র ঈদুল ফেতর পর্যন্ত প্রত্যেক দিনই শ্রমিক ও কৃষকদের ভাইদের দেয়ার চেষ্টা করব।