সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের উপর হামলার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে।
২৮ এপ্রিল মঙ্গলবার রাণীগঞ্জ বাজারে করোনা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালন করেন জগন্নাথপুর থানার এএসআই শহিদুল ইসলাম সহ পুলিশ দল। এ সময় সামাজিক দুরত্ব বজায় রাখা নিয়ে স্থানীয় রুবেল মিয়া নামের এক ব্যক্তির সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। ঘটে হাতাহাতি ও হামলার ঘটনা।
এ ঘটনার কিছুক্ষণ পর রুবেল মিয়ার পক্ষ নিয়ে ১৫/২০ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র পুলিশের উপর হামলা করার জন্য বাজারে ছুটে আসলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। যদিও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ নিশ্চিত করেছেন।