সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হাজী বাড়ির প্রবাসীদের অর্থায়নে করোনায় কর্মহীন অসহায় মানুষের মধ্যে ঈদ উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসীদের পক্ষে ত্রাণ বিতরণ করেন হাজী আবদুর রহমান ও হাজী আবুল হোসেন। এতে জনপ্রতি ১০ কেজি চাল, ৩ লিটার সোয়াবিন, ৩ কেজি পেয়াজ, ৩ কেজি আলু, দেড় কেজি ডাল, ১ কেজি ছানা, ১ কেজি ময়দা, ১ কেজি লবন, ৫০০ গ্রাম খেজুর ও নগদ টাকা সহ মোট ১০৮ টি পরিবারে বিতরণ করা হয়।