সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মে ২, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া। উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়ার পুত্র জাবেদ আহমদ আম্বিয়া ও তার প্রবাসী বন্ধুদের সহযোগিতায় ইতিমধ্যে উপজেলার অসহায় লোকজনের মধ্যে নগদ অর্থ বিতরণ ও খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
শনিবার সকালে উপজেলার উমরপুর ইউনিয়নের রংবরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নগদ অর্থ বিতরনী অনুষ্ঠানের কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। বিকালে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টানের মাধ্যমে এলাকার অসহায় লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ হয়।
দূর্যোগ কালিন সময়ে প্রবাসীদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ অব্যাহত থাকায় গৃহবন্দি লোকজনের কষ্ট কিছুটা হলে লাগব হচ্ছে জানিয়ে উপজেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মুকিদ মিয়া বলেন, জাবেদ আহমদ আম্বিয়া ও আমাদের প্রবাসী বন্ধুদের সহযোগিতায় ইতিমধ্যে উপজেলার পাঁচ শতাধিক লোকজনের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ প্রদানের কাজ চালিয়ে যাচ্ছি।
পৃথক পৃথক অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুবক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মুকিদ মিয়া, ইউপি সদস্য রোকন আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, উমরপুর ইউপি সদস্য মাহফুজুল হক আখলু, সুহেল আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, আশিক মিয়া, যুবলীগ নেত্ দিলবর মিয়া, হাজি হেলাল, জিয়াদুল কবির খান, কামরুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা, দুঃস্থদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় জাবেদ আহমদ আম্বিয়াকে সাধুবাদ জানান। মহামারি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়। পৃথক পৃথক অনুষ্ঠানে আগত লোকজনের মধ্যে জাবেদ আহমদ আম্বিয়ার সৌজন্যে করোনা প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করতে দেখা যায়।