জামালগঞ্জের সাচনা বাজার পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মে ২, ২০২০

জামালগঞ্জের সাচনা বাজার পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদঃ

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের সাচনা বাজারে আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলা ঠেকাতে সরকারের নানা পদক্ষেপের আওতায় উপজেলার সকল হাট বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিলেও, কিছু ব্যবসায়ী দোকান বন্ধ করতে বিলম্ব করায় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব ভিন্ন ভিন্ন ধারায় ২ জনকে অর্থদন্ড জরিমানা করা হয়েছে।

 

এদিকে, নবাগত ইউএনও বিশ্বজিত দেব গত পরশু যোগদান করার পর আজই প্রথম সাচনা বাজার পরিদর্শনে আসলে এসময় উপস্থিত কাঁচা বাজারের ব্যবসায়ীরা পুনরায় তাদের পূর্বের স্থায়ী জায়গায় দোকানদারি করার জন্য দাবী জানান। কিন্তু তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন সিদ্ধান্ত না নিয়ে বর্তমানে যেখানে নিরাপদ দূরত্ব বজায় রেখে দোকানদারি করার জন্য বলা হয়েছে, সেখানেই আপাতত দোকানদারি করতে বলা হয়েছে।

 

উল্লেখ্য কাঁচা বাজার, হাঁস মুরগী, মাছ, শুটকি ও খুচরা চাউলের বাজার একই জায়গায় হওয়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে গত ১৪ই এপ্রিল থেকে সাচনা বাজারের সিএমবি রোডে কাঁচা বাজার স্থানান্তর করেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930