সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ২, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার অর্ধশতাধিক কর্মহীস-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে যুক্তরাজ্যের ম্যানচেষ্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-গীতিকার মুফাজ্জিল খান, কবি-সাহিত্যিক আফিয়া বেগম শিরি, উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রভাষক আফিয়া রশিদ ও সাধারণ সম্পাদক জুলিয়া বেগমের অর্থায়নে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ছয়ফুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যন মহব্বত আলী জাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রভাষক আফিয়া রশিদ, সহ সভাপতি জ্যোৎন্সা বেগম, সাধারণ সম্পাদক জুলিয়া বেগম, বিশ্বনাথ সদর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদিক শাহানারা বেগম প্রমুখ নেতৃবৃন্দ। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেয়াজ, আলুসহ নিত্যপণ্যসামগ্রী।