সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, মে ৪, ২০২০
বুলবুল আহমদঃঃ
পবিত্র রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ (ক) ধারায় পণ্যের মান নিন্ম, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অভিযান চালিয়ে ১০টি প্রতিষ্টানকে ৩৬ হাজার টাকা জরিমান করেছে। জানাযায়, রবিবার ৩ মে দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৯, সিপিসি-১ সিলেট ক্যাম্প ও সিপিসি- ৩ সুনামগঞ্জ ক্যাম্পে এর পৃথক দুইটি আভিযানিক দল এ অভিযান চালান।
এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সিলেটের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ ইসলাম ও সুনামগঞ্জ সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মোঃ শফিকুল এর সমন্বয়ে সিলেটের বালাগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক থানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিন্ম, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১০ টি প্রতিষ্ঠান কে ৩৬,০০০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।