সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মে ৫, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাহতাব উদ্দিন তালুকদার(৪০)নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। তিনি এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক।
জানাযায়,সোমবার রাতে সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর,ধরমপাশা,জামালগঞ্জ)সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক সাংবাদিককে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে জেলার ধরমপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বেনুয়ার হোসেন খান। তিনি ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক এবং সাংসদের রতনের সমর্থক।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছে,মাহতাব উদ্দিন তালুকদার সাংসদকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করে পোস্ট দিয়েছেন। এ ধরনের মিথ্যাচারে সাংসদের সম্মানহানি হয়েছে। মামলা দায়েরের পর বিষয়টি তাঁরা সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশকে জানান।
পরে সদর থানার পুলিশ ধর্মপাশা থানার পুলিশের সহায়তায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামিকে সোমবার দিনগত মঙ্গলবার রাত দুইটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মাহতাব উদ্দিন তালুকদারকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ সহিদুর রহমান।