জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে কর্মহীন দুস্থ ও অসহায়দের খাদ্য সহায়তা প্রদান করছি।
আজ বুধবার(০৬/০৫/২০২০)সকাল ১১টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৩নং ও ৫নং ওয়ার্ডে ৩২০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন জেলা বিএনপি সহ সভাপতি,তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল হক।
খাদ্য সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি
জনাব আবুল কাশেম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম শাহ, তাহিরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক এনামুল হক তালুকদার,ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আব্দুল মোতালিব। উত্তর বড়দল যুবদলের আহবায়ক আক্তার হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের (মেম্বার),ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,উত্তর বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল জব্বার, তাহিরপুর উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা আরিফ আহমেদ তালুকদার,অভি আহমেদ অপু সহ বিএনপি,যুবদল ,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আনিসুল হক জানান,এর পূর্বেও চলমান খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে তাহিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ছয় হাজার কর্মহীন দুস্থ পরিবারে বিএনপি,যুবদল,শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ,ছাত্রদলসহ ইউনিয়নের সকল অংগ সংগঠন এর উদ্যোগে ইউনিয়নের দুস্থদের মাঝে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বৈশ্বিক এই দুসময়ে সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।