সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তিলক গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শালিসি ব্যক্তি সহ ৫ জন আহত হওয়ার ঘটনায় উভয় পক্ষের ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে সংগীয় এসআই অনুজ কুমার দাশ, রাজিব রহমান, আফছার আহমদ সহ পুলিশ দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন তিলক গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার ছেলে মুনাইম খান ছাদ, মৃত নজির আলীর ছেলে সৈয়দ আকবর আলী, আবুল কালাম খানের ছেলে হাসান খান, মৃত ইব্রাহিম খানের ছেলে কামাল খান, তৌরিছ খানের ছেলে জুনেদ খান ও ইরন খানের ছেলে সুয়েব খান। আটককৃতদের বুধবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।