সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০
স্টাফ রিপোর্টার
সিলেটে স্ত্রীসহ আরও এক বিশেষজ্ঞ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (০৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি।
বুধবার ওসমানী মেডিকেলের ল্যাবে দুই ধাপে মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে সিলেট জেলায় স্ত্রীসহ ওই চিকিৎসক এবং হবিগঞ্জে আরও একজনের করোনা শনাক্ত হয়। তবে এদিন মৌলভীবাজার ও সুনামগঞ্জের কারো পজিটিভ ধরা পড়েনি।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।