বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
করোনা মহামারি অদৃশ্য এ দানবের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে রাষ্ট্রযন্ত্র। যার যা কিছু আছে তা নিয়ে এ যুদ্ধে শামিল হয়েছেন মানবতাবাদীরাও। কেউ কেউ একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবেও আখ্যায়িত করছেন। নিজের উপর অর্পিত দায়িত্বের উর্দ্ধে উঠে মানবতার এ যুদ্ধে যে কয়জন ব্যাক্তি নিজেকে উজার করে লড়ছেন? তাদের মধ্যে একজন হচ্ছেন পারভেজ আলম চৌধুরী । তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ- বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার।
কখনও সচেতনতার বার্তা, কখনও কর্মহীন মানুষের ঘরে উপহার সামগ্রি নিয়ে প্রতিনিয়ত চষে বেড়াচ্ছেন বাজার থেকে গ্রামগঞ্জে। জীবনের ঝুঁকি নিয়ে “ভয়কে জয়” করাই তার এ ক্লান্তিহীন শ্রম নজর কেড়েছে সর্ব সাধারনকে।
জানাযায়, তিনি তার বেতনের টাকা থেকে দুটি উপজেলার বহু কর্মহীন মানুষের ঘরে নিরবে নিজ হাতে খাদ্য সামগ্রি পৌছে দিচ্ছেন। এসব উপহার সামগ্রি বিতরণের কোন ছবি তিনি ফেসবুক কিংবা কোন প্রচার করেন নি। উপহার সামগ্রির মধ্যে রয়েছে চাউল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল।
এছাড়াও তিনি সরকারী দায়িত্বের অংশ হিসেবে প্রতিনিয়ত সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা, বাজার মনিটরিং, হোম হোমকোয়ারেন্টাইন তদারকি সহ ক্লান্তিহীন ভাবে করোনা মোকাবেলায় অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন।