সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মে ৮, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তারুণ্যের অহঙ্কার প্রিয়মুখ সাংবাদিক ফখরুল ইসলামকে জড়িয়ে অপবাদ মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। জীবনের ঝুকি নিয়ে দৈনন্দিন মাঠে থেকে বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরতে গিয়ে সৎ সাহসী সাংবাদিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন মহলের রোষানলে পড়তে হয়। সাংবাদিক ফখরুল ইসলামও এর বাইরে নয়। তাই সততার সাথে দায়িত্ব পালন করায় সাংবাদিক ফখরুল ইসলামকে জড়িয়ে অপ-প্রচারে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৮ মে শুক্রবার রাণীগঞ্জ ইউপি সদস্য ইসরাক আলী বলেন, সাংবাদিক ফখরুল ইসলাম খুবই ভাল মানুষ। তাকে জড়িয়ে অপবাদ কোন অবস্থায় মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
এছাড়া যার উদ্বৃতি দিয়ে অপ-প্রচার করা হয়েছিল, সেই ইউপি সদস্য তেরাব আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি সাংবাদিক ফখরুল ইসলামের বিরুদ্ধে কোন মন্তব্য করিনি। আমি বলেছি এক কথা, তারা তুলে ধরেছে অন্য কথা। আমি এসব অপবাদের নিন্দা জানাই। তবে সাংবাদিক ফখরুল ইসলাম বলেন, সত্য সংবাদ পরিবেশন করায় একটি মহল সমাজে আমাকে হেয় করার জন্য মিথ্যাচার করছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।