রংপুরে নতুন আরও ৯ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মে ৯, ২০২০

 

শরিফা বেগম শিউলী/রংপুরঃঃ

রংপুর নগরীতে প্রতিদিনেই শারীরিক দূরত্ব ও অসচেতনতার কারণে নতুন করে করোনা পজেটিভ বৃদ্ধি পাচ্ছে। আজ(৯ই মে,২০২০) শনিবার রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করে। নতুন ৯ জন কে করোনা শনাক্ত করা হয়েছে।

 

এ তথ্য নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডাঃ এ কে এম নুরুন্নবী চৌধুরি লাইজু বলেন, গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে। নতুন ৯ জনকে করানো পজেটিভ শনাক্ত । এরমধ্যে রংপুর জেলার সেনপাড়ায় ৬ জন, জুম্মাপাড়ায় ১ জন, ইসলামবাগে ১ জন এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর ১জন করোনা পজেটিভ হয়েছে।

 

এই নিয়ে রংপুর জেলার মোট করোনা পজেটিভ হয়েছে ১২৮ জন। শারীরিক দূরত্ব ও অসচেতনার কারণে করোনা পজেটিভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Spread the love