সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ পূর্বাহ্ণ, মে ১০, ২০২০
শরিফা বেগম শিউলী /রংপুরঃ
রংপুরে অন্যরকম কর্মসূচিতে করোনা পরিস্থিতিতে মানবিক যোদ্ধাদের মনোবল বাড়াতে স্বেচ্ছাসেবক লীগের উদে ্যাগে আইন শৃৃংঙ্খলারক্ষা বাহিনী ও চিকিৎসা সেবায় নিয়জিত “মানবিক যোদ্ধা”দের আত্ম-বিশ্বাস বাড়াতে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ৮ টি উপজেলার করোনা ভাইরাস প্রতিরোধে মানবিক যোদ্ধা আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনী ও চিকিৎসা সেবায় নিয়জিতদের আত্ম-বিশ্বাস বাড়াতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নাফিউল করিম নাফা ভাইয়ের পরামর্শ অনুযায়ী, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক এর নির্দেশনায় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুইট এর সার্বিক তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
ে
এই কর্মসূচি নিয়ে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুইট বলেন – আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাওয়া একটি স্বেচ্ছায় সেবা করার সংগঠন। বর্তমানে বাংলাদেশের মানুষ যে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে তাদেরকে সবসময়ই বিশ্বাস, আস্থা ও সার্বিকভাবে সহযোগীতা এবং আত্মঃবিশ্বাস জোগানোর জন্য কাজ করে যাওয়া সরকারি ও বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, প্রশাসন, চিকিৎসকসহ ও স্বেচ্ছাসেবকদের পাশে থেকে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক এর নির্দেশনায় সবসময়ই নানারকম কর্মসূচি সফল করে পাশে ছিল এবং আগামীতে থাকবে ইনশাল্লাহ।