জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। রোববার (১০ মে) দুপুরে জেলা পরিষদ চত্বরে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রি কিতরণ উদ্বোধন করা হয়।
এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর দাস. সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
সূত্র জানায়, জেলা পরিষদের তহবিল থেকে জেলার চার হাজার কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হবে। আজ রোববার জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট খাদ্য সামগ্রি বিতরণের উদ্বোধন করেন। পরে জেলা পরিষদের সদস্যবৃন্দ নিজ নিজ এলাকায় তালিকাভূক্ত কর্মহীন ও দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রি বিতরণ করবেন। এর আগে এক হাজার কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্র সামগ্রি বিতরণ করে জেলা পরিষদ।