সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মে ১০, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে প্রতিপক্ষের শসস্ত্র হামলায় ৪ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
বূধবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাজগাঁও গ্রামের মৃত মনির মিয়ার পুত্র দিলোয়ার হোসেন বাদী হয়ে একই গ্রামের আল আমীন, বনি আমীন, অলি আমীন, কুটি মিয়া, আলী হোসেন, আলী আকবর, আলী আহমদসহ ২৩ জনের বিরোদ্ধে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, রাজগাঁও গ্রামের দিলোয়ার হোসেনের সাথে একই গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র কুটি মিয়ার বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে গ্রামের নির্মাণাধীন নুতন মসজিদের নির্মান সামগ্রী গন্তব্যে নেয়ার জন্য মসজিদে যাওয়ার রাস্তা পরিস্কার ও লেভেল করছিলেন দিলোয়ার হোসেনসহ কয়েকজন।
এসময় পূর্ব আক্রোসের জের ধরে কুটি মিয়া অনধিকারভাবে এ কাজে বাঁধা প্রদান করেন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে পূর্ব থেকে প্রস্তুত থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দিলোয়ার হোসেনসহ লোকজনের উপর অতর্কিত হামলা চায়ায়।
এসময় হামলাকারীদের এলাপাথারী মারপিটে দিলোয়ার হোসেনসহ ৪ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত জাকির(২২), আব্দুর রহমান(২৫) ও আব্দুল হান্নান(৪৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আনোয়ার(২৫)কে ভর্তি করা হয় ছাতক হাসপাতালে।