দোকান খুললেন করোনা রোগী অতপর…..

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মে ১০, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক ব্যবসায়ীর দোকান লকডাউন করে দিয়েছিল প্রশাসন। তবে সে নিষেধাজ্ঞা অমন্য করে দোকান খোলায় ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

 

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রামামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম এ জরিমানা করেন। তিনি বলেন, ‘লকডাউন অমান্য করে উপজেলার চৌমুহনী বাজারে করোনা আক্রান্ত এক ব্যবসায়ী দোকান খোলেন। পরে সেখানে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

 

শহরের বেশ কিছু অসাধু ব্যবসায়ী যথার্থ নির্দেশনা না মেনেই দোকান খোলা রেখে ব্যবসা করছেন এমন খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান বলেও জানান ইউএনও মো. মাহবুব আলম।

Spread the love