চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিলেন বিশ্বনাথের পল্লী চিকিৎসকরা

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিলেন বিশ্বনাথের পল্লী চিকিৎসকরা

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সুরক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার দুপুরে সোসাইাটর নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামানের হাতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি মেডিকেলের চিকিৎসকদের সুরক্ষার জন্য ৪০টি হ্যান্ডস্যানিটাইজার (হ্যাক্সিসল), ২শত পিস হ্যান্ড গ্লাভ্স, ১শত পিছ (নোজাপিনসহ) মাস্ক ও ১শত পিছ হ্যাডক্যাপ প্রদান করেছেন।

 

গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক ও বর্তমান নেতাদের সহযোগীতায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ-আল জাবেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ডা: শাহনুর হোসাইন, সাধারণ সম্পাদক ডা: হোসেন আহমদ, ধর্ম-বিষয়ক সম্পাদক ডা: আবুল বশর মো: ফারুক, প্রচার-সম্পাদক ডা: আব্দুস সালাম ও সদস্য ডা: এম জে এ খায়ের প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031