সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে থাকা ঘরবন্দি কর্মহীন ও অসহায় পরিবারকে সরকারের পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করেছে স্বর্ণালী ক্রিকেট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধায় ওসমানীনগর উপজেলার মোবারকপুরস্থ স্বর্ণালী ক্রিকেট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থারর লোকজন বৃহত্তর মোবারকপুর এলাকার নি¤œ ও মধ্যো আয়ের লোকজনের বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেন।
সূত্র জানায়, প্রতিষ্ঠাকালিন সময় থেকে বৃহত্তর মোবারকপুর এলাকার শিক্ষা সংস্কৃতিসহ সাধারণ মানুষের সার্বিক কল্যাণের কাজ করার ধারাবাহিকতায় দেশে বিদেশে অবস্থানরতদের সার্বিক সহযোগিতায় যেকোনো দূর্যোগে অসহায় মানুষের পাশে থেকে ব্যাপক প্রশংসা খুঁড়িয়েছে স্বর্ণালী ক্রিকেট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা।
করোনার পাদূর্ভাব শুরু পর থেকে সাধারণ মানুষের মধ্যে সচেতণতার বৃদ্দিতে কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনের সকল সদস্যরা। করোনার দূর্যোগকালিন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও অনান্য সংস্থার পাশাপাশি গৃহবন্দি লোকজনের কল্যানে কাজ করে মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে স্বর্ণালী ক্রিকেট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা। দূর্য়োগকালিন সময়ে তাদের এই কাযক্রম অব্যাহত থাকবে জানিয়ে সংগঠন নেতৃবৃন্দরা জানান, সংস্থার প্রবাসী উপদেষ্ঠাবৃন্দসহ এলাকার প্রবাসীদের অবদানের জন্যই সংস্থাটি এ পর্যন্ত এগিয়ে এসেছে ।
সংস্থার কল্যাণে বৃহত্তর মোবারকপুর ও মনতৈল এলাকার সর্বস্তরের প্রবসীদের অবদান অপূরনীয়। বিতরনী অনুষ্ঠানের উদ্ধোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্ঠা মনোহর আলী, ওসমানীনগরের ইনছান উল্যা ভিলেজ ডেপলাপমেন্ট যুব সমিতির সভাপতি সামছুল ইসলাম শামিম, স্বর্ণালী ক্রিকেট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: বশির মিয়া, সংস্থার সিনিয়র সহসভাপতি ও সিলেট চেম্বার অব কর্মাসের সিনিয়র সদস্য ব্যাবসায়ী ফজলু মিয়া, সাধারণ সম্পাদক নিউটন ধর, সাংগঠনিক সম্পাদক শায়েখুল ইসলাম শায়েক, সংস্থার সিনিয়র সদস্য ব্যাবসায়ী হেলাল মিয়া, সদস্য জালাল আহমদ, অপু আহমদ, আলী আক্কাস, রুমন আহমদ, বাদশা মিয়া, নিক্কন ধর, শাকিব আহমদ, প্রিয়াঙ্গন পাল, ককণ পাল, জাহাঙ্গির মিয়া, আলামিন মিয়া প্রমুখ।