সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জিত সরকার। আজ ১৩ মে বুধবার বিকেলে তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এর আগে গেল ১০ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট হাসপাতালে।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। তিনি আরো জানান, নারী-শিশু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চার পুলিশ কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলীসহ এ উপজেলা মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।