জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আঞ্জুরা বিবি (৩০) নামে এক নারী নিহত হয়েছে। এছাড়াও আরো চারজন আহত হয়েছে। শনিবার (১৬ মে)দুপুরে উপজেলার নারকিলা গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,উপজেলার নারকিলা গ্রামের খালেক মিয়া ও মাইন উদ্দিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে খালেক মিয়ার লোকজন আঞ্জুরা বিবি ও সগ্রাম মিয়া (৪৯) সহ আরো একজন আহত করেন।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবুল ফাত্তাহ সাদী আঞ্জুরা বিবিকে মৃত ঘোষণা করেন এবং আহতদেরকে শাল্লা হাসপাতালে ভর্তি করা হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম জানান,দুপক্ষের সংঘর্ষে এক মহিলা নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।