সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২০
অন্তরা চক্রবর্তীঃঃ
নভেল করোনা ভাইরাসের কারণে কর্মহীন মধ্যেবিত্ত পরিবারসহ দুঃস্থদের সাহায্যে এগিয়ে এসেছেন ওসমানীনগরের কামারগাঁও গ্রামের প্রবাসীরা। উপজেলার গোয়ালাবাজার বনিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ হাজি আব্দুল গফ্ফারের তত্বাবধানে ভিবিন্ন দেশে অবস্থানরত গ্রামের প্রবাসীদের অর্থায়নে নগদ অর্থসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অসহায় লোকদের প্রদান করা হচ্ছে।
জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগাঁও গ্রামের প্রবাসী হাজি আব্দুল করিম, হাজি হাছন উল্যাহ রফিক, হাজী আকবর উল্যাহ, হাজি মো: ছরকুম আলী আব্দুল জামাল মন্নান, মশাহিদ আলী, জয়নাল আবেদীন, মো: জমির আলী মাইকেল, রমজান আলী, আব্দুল মতিন নজরুল, মোজাহিদ আলী (রহিম আলী), আজিজুর রহমান চেরাগ আলী, আব্দুল আলী, মিজান আলম, খলিলুর রহমান, মুহিবুল ইসলাম, ছানাওর মিয়া, মাহিদুল ইসলাম ছামি, জায়েদুল ইসলাম ছাদি, শেখ আসলাম আহমদ সোয়েব, আব্দুল খালিক, বাবু শ্রীবাস ধর, বাবু পিন্টু ধরসহ গ্রামের প্রবাসীদের অর্থায়নে দুঃস্থদের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা খামারগাঁওস্থ ব্যাবসায়ী হাজি আব্দুল গফ্ফারের নিজ বাড়িতে নগতদ অর্থসহ ৭ শতাধিক লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবী ফখরুল ইসলাম ফারুক, বিতরনী কার্যক্রমের তত্বাবধায়ক হাজি আব্দুল গফ্ফার, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল, সমাজসেবী বাদশা মিয়া, ইউপি সদস্য আব্দুল মজিদ, ছালিকুর রহমান, ফারুক মিয়া, সাবেক মেম্বার বদরুল ইসলাম হারুন, শফিক মিয়া, সমাজসেবী আমির আলী, আব্দুস সালাম, শেখ আব্দুল মসব্বির, তছন মিয়া, ক্বারী আছাব আলী, আব্দুল বারি, বরাই মিয়া, আব্দুল কালাম প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল ১০ কেজি, পিয়াজ ২ কেজি, আলু ২ কেজি, তৈল ২ লিটার, চিনি এক কেজি, ১ কেজি ময়দা, ১ কেজি মসুর ঢাল ১ কেজি লবন, এক পেকেট লাচ্ছি সেমাই, ১টি সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এছাড়া কামারগাঁও এলাকার প্রায় চার শতাধিক পরিবারের মধ্যে খাদ্রসমগ্রীর পাপাশি নগদ ৫ শত টাকা করে প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, কামারগাঁও গ্রামের প্রবাসীরা প্রবাসে করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে থেকেও এলাকায় অসহায় মানুষের কথা চিন্তা করে যাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে গ্রামের প্রবাসীরা এক্যবদ্ধ ভাবে অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সততাই শক্তি, মানবতাই মুক্তির দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। এসময় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াসহ মহামারি প্রতিরোধে সবাইকে সচেতণ থাকার আহব্বান জানানো হয়।