প্রতিনিধি/ বিশ্বনাথঃঃ
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের উদ্যেগে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুস্টান আজ শনিবার দুপুর ২টায় অত্র বাজারে অনুস্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির এডভোকেট সিরাজুল ইসলাম, সমাজ সেবক তফুর মিয়া,সমাজ সেবক আব্দুল জাহির সমাজ সেবক সোয়েব খান ব্যাংকার এমরান হোসেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের সদস্য সবুজ খান দৌলতপুর ইউপি ছাত্রলীগের আহ্বায়ক আক্তার হোসেন শেখ, উল্লেখ্য মহামারী করোনা ভাইরাসে দেশের মানুষ যখন দিশেহারা কর্মহীন অসহায় মানুষের মাথা গুজবার ঠাই নেই।
অনাহারে অর্ধাহারে আছে দেশের অধিকাংশ এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ সেই সব মানুষের মুখে সামান্যতম হাসি ফুটাতে সিংগেরকাছ ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে এলাকার কয়েকটি গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে নগদ ৫শতটাকা করে বিতরণ করার উদ্যেগ নেয়া হয়।
একেকটি গ্রামের একেকজন প্রতিনিধিদের মাধ্যমে তাদের কাছে পৌছে দেয়া হয় নগদ টাকা পশ্চিম গাও থেকে প্রতিনিধি হিসেবে নগদ অর্থ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির,কাজির গাও, ছাদ মিয়া, শেখের গাও, আব্দুল জাহির,সিংগেরকাছ বাজার শোয়েব উদ্দিন খাঁন,ভাটিপাড়া, মিয়াদ আহমদ, নোয়াগাও লেন কাটা, সাদ্দাম হোসেন জুনেদ,বুবরাজান, মুহিব মিয়া, খানঁপাড়া, ভুট্টাপাড়া,শোয়েব উদ্দিন খাঁন,সিংরাওলী এড,সিরাজুল ইসলাম, মাঝপাড়া আলী জুনেল,সাতপাড়া আব্দুল খালিক, গোয়াহরী ইউপি সদস্য গোলাম হোসেন।