সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথে মাদকসেবী দিলোয়ার হোসেন দিলার অতর্কিত হামলায় আহত দৈনিক কালেরকন্ঠ ও সিলেট মিররের বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপনকে দেখতে উপজেলার কারিকোনা গ্রামস্থ তার বাড়িতে গেছেন স্থানীয় এমপি মোকাব্বির খান।
এসময় তিনি সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদেরকে এব্যাপারে ধৈর্য্যধারণের কথা বলেন। এদিকে সাংবাদিক মোহাম্মদ আলী শিপনের উপর হামলার ঘটনায় তার স্ত্রী আছমা আক্তার রুমি বাদী হয়ে ঘটনার দিন রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১১ (তাং ১৫.০৫.২০ইং)।
উপজেলার কারিকোনা গ্রামের মৃত জবান আলীর পুত্র হামলাকারী দিলোয়ার হোসেন দিলাসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ শর্মা জানান, অভিযুক্তরা পলাতক রয়েছে, তবে তাদেরকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা বাড়ির সীমানা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে সাংবাদিক শিপনকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় মাদকসেবী দিলোয়ার হোসেন দিলা গংরা।
তাকে রক্তাক্ত জখম করে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসেট লুটে নেয় তারা। প্রসঙ্গত, গেল ১৫ মে শুক্রবার জুম্মার নামাযের পর নিজ বাড়ী থেকে পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে হামলার শিকার হন সাংবাদিক মোহাম্মদ আলী শিপন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি স্থানান্তর করা হয়।