সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২০
অাবুল ফয়েজ খান কামালঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জে অার এক জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফেঞ্চুগঞ্জ মধ্য বাজারের কাপড়ের ব্যবসায়ী অবলা ফ্যাশনের মালিক কৃষ্ণ অধিকারীর ছেলে রিদয় অধিকারী(২৫) এর করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানা যায়। ১৭মে রবিবার সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে মোট ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৮ জন সিলেট সদর উপজেলার ( সিটি কর্পোরেশন সহ) এছাড়া বিশ্বনাথের ৪ জন এবং ফেঞ্চুগঞ্জের ১ জন বলে জানা যায়। সিলেট ওসমানী হাসপাতালের
উপপরিচালক হিমাংশ লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্হ্য কর্ম কর্তা ডাঃকামরুজ্জামান বলেন অফিসিয়ালি রিপোর্ট না অাসা পযর্ন্ত অাক্রান্ত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানাতে পারছিনা,অাগামিকাল দুপুরে রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।
প্রসঙ্গতঃ গত ১১ মে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কোহিনূর বেগম করোনায় আক্রান্ত হোন। রাতেই দু’জন রোগী হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। ১৪ মে পালিয়ে যাওয়া দু’জন রোগী সহ ২৭ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই ২৭ জনের মধ্যে থেকে কেউ এক জনের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানান ডাঃ কামরুজ্জামান।