সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের তিনজন কনস্টেবল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ১৮ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য। জানা গেছে, গত ১৬ মে বিশ্বনাথ উপজেলা থেকে ৬১ জনের শরীরের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল।
আজ সোমবার (১৮ মে) রাতে এদের মধ্যে চারজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল আলী আহমদ, জাফর আলী ও এম ডি সারোয়ার। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী জানিয়েছেন, পজিটিভ রিপোর্ট আসা পুলিশ সদস্যরা কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্ট পাওয়ার পরপর তাদের সিলেট নগরীর পুলিশ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য যোগ দেয়া ফার্মাসিস্ট হেলাল মিয়া। তিনি গত শনিবার (১৬ মে) যোগদানের সময় শরীরের নমুনা প্রদানের পর থেকে কোয়ারেন্টিনে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আব্দুর রহমান। জানা গেছে, বিশ্বনাথ উপজেলায় এই নিয়ে মোট ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য।