জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের ‘গুই’ বা ছাই (মাছ ধরার যন্ত্র) জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি। এসময় কাউকে আটক করা সম্ভব হয় নি।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নেতৃত্বে অভিযানে চালিয়ে এসব প্লাস্টিকের ছাই জব্দ করা হয়।
জানাযায়,টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহলে জেলেরূপী দুর্বৃত্তরা সোমবার প্লাষ্টিকের ছাই দিয়ে মাছ লুট করতে নামার খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি অভিযানে নামার খবর পেয়ে জেলারা পালিয়ে যায়। এসময় শতাধিক প্লাস্টিকের ছাই উদ্ধার করেন,পরে উদ্ধারকৃত প্লাস্টিকের ছাই গুলো হাওরেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে সাথে ছিলেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন,এই পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের ছাই বা গুই ব্যাবহার বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।