হবিগঞ্জে চালককে হত্যা করে ট্রাক ছিনতাই

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২০

হবিগঞ্জে চালককে হত্যা করে ট্রাক ছিনতাই

জেলা প্রতিনিধিঃঃ

হবিগঞ্জে চালককে হত্যা করে ট্রাক (পিকআপ ভ্যান) ছিনতাই করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ ফেলে রাখা হয় সাতছড়ির গহিন বনে। ঘটনার ৫ দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই দুর্বৃত্তকে। সোমবার বিকেলে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ট্রাক চালক সাগর সরকার শহরের নোয়াহাটি এলাকার বাসিন্দা প্রদীপ সরকারের ছেলে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, সাগর জনৈক কবির মিয়ার পিকআপ ভ্যান চালাতো। একই মালিকের অপর একটি পিকআপ ভ্যান চালাতো বাবুল মিয়া। তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৩ মে তার পরিচিত আলাউদ্দিনসহ একটি চক্র গাড়িটি ভাড়ার নামে সাগরকে নিয়ে শায়েস্তাগঞ্জে যায়।

 

সেখান থেকে মাধবপুর যাওয়ার কথা বলে রওয়ানা হয়। পথে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে গহীন জঙ্গলে নিয়ে চালক সাগরকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখে। পরে গাড়িটি বিক্রির উদ্দেশ্যে মাধবপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মনতলা এলাকায় নিয়ে যায়। এ ঘটনায় নিখোঁজ সাগরের বাবা প্রদীপ সরকার সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।

 

এর প্রেক্ষিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপর পিকআপ চালক শহরের যশেরআব্দা এলাকার বাসিন্দা তাজু মিয়ার ছেলে বাবুল মিয়াকে আটক করে। তার দেয়া তথ্যে শায়েস্তাগঞ্জের আব্দুল কাদিরের ছেলে আলাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে হত্যার আদ্যোপান্ত বর্ণনা করে।

Spread the love

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031