সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ১১৭ জন সুস্থ হয়েছেন। কোনো প্রকার চিকিৎসা ছাড়াই বেশিরভাগ রোগী হোম আইসোলেশনে থেকেই সুস্থ হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান। এছাড়া কিছু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ১১৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৭ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৫২ জন ও মৌলভীবাজারে ৭ জন।
আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এর মধ্যে সিলেট জেলায় চারজন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে দুইজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানান, কোভিড-১৯ আক্রান্ত বেশিরভাগ রোগীরই কোনো উপসর্গ নেই। তারা বাসায় থেকেই সুস্থ হয়ে হয়ে উঠছেন। কয়েকজন শুধু প্যারাসিটামল খেয়ে সুস্থ হয়েছেন। মারা যাওয়া বেশিরভাগই আগে থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল বলে জানান তিনি।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী ৪৩২ জন। এর মধ্যে সিলেটে ১৬৫, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ১৩১ ও মৌলভীবাজারে ৬১ জন।