সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
করোনা ভাইরাসে গৃহবন্দি থাকা ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের অসহায় লোকজনকে খাদ্য সহায়তার পাশাপাশি উপজেলার প্রত্যান্ত অঞ্চলের দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভূধরপুর গ্রামের অসহায় লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সিলেট জেলা স্বেচ্ছা সেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক রিপন দেব এর তত্বাবধানে সামাজিক দুরুত্ব বজায় রেখে ত্রাণ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সমাজসেবী উজ্জব দেব,উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল, স্থানীয় বাসিন্দা বিষু দত্ত, মুক্তার মিয়া, বাছিদ মিয়া, অপু দেব প্রমুখ।
অনুষ্ঠানে অরুনোদয় পাল ঝলক বলেন, দূর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে সারা দেশে সরকারীভাবে নগদ অর্থসহ ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ও এলাকার দুঃস্থদের দূর্ভোগ লাগবে আমি ব্যাক্তিগত উদ্যোগে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমাদের পরিবারের অর্থায়নে উপজেলার দিনমুজুর ও খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছি। করোনাকালিন সময়ে এটা অব্যাহত থাকবে। দেশের এই ক্রান্তিলগ্নে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।