বিশ্বনাথে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মে ২০, ২০২০

Spread the love

৮৮ Views

 

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০’র উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০’র উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান।

 

তিনি বলেন, সচ্চতা ও জবাবদিহির মাধ্যমেই বোরো সংগ্রহ সম্পাদন করা হবে। আর এজন্যই ইতিপূর্বে প্রকাশ্যে লটারীর মাধ্যমে কৃষকদের নাম নির্বাচিত করা হয়েছে। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদের সভাপতিত্বে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আশিক আলী, চালকল মালিক সমিতির সভাপতি ফজর আলী মেম্বার, যুবলীগ নেতা তাজুল ইসলাম, কৃষক মির্জা রুস্তুম বেগ, আবদুর রশিদ, আবদুর রউফ, আবদুল মনাফ প্রমুখ।

 

খাদ্য গুদান সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০’র কার্যক্রম। একজন কৃষক ২৬ টাকা কেজিতে সর্বোচ্চ ৩ মেট্টিক টন (৩ হাজার কেজি) ধান বিক্রি করতে পারবেন। এছাড়া একই সময়ের মধ্যে ৩৬ টাকা কেজিতে ৩০৯ মেট্টিক টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজিতে ৪৭৪ মেট্টিক টন আতব চাল ক্রয় করবেন সরকার।


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930