সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মে ২১, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেট জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দুইশ’ ছাড়িয়েছে। ইতোমধ্যে জেলার প্রতিটি উপজেলায় পাওয়া গেছে করোনা আক্রান্ত রোগী।
বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ২২ জন আক্রান্ত নিয়ে সিলেট জেলায় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০৭ জন। বিভাগের বাকি তিন জেলার মধ্যে হবিগঞ্জে ১৩১, সুনামগঞ্জে ৮২ ও মৌলভীবাজারে ৬১ জন। এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।
এদিকে বুধবার থেকে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়েও করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই ল্যাবের রিপোর্ট আসলে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।
বিভাগের চার জেলায় করোনা রোগীদের মধ্যে ১৫৮ জন হাসপাতালে রয়েছেন। এর মধ্যে সিলেটে ৪৫, সুনামগঞ্জে ৩৯, হবিগঞ্জে ৭৩ ও মৌলভীবাজারে ১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন আর সুস্থ হয়েছেন ১৩৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘একদিন আগে সিলেট জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন ১৮৫ জন। একদিনের ব্যবধানে ২২ জন বেড়ে এ সংখ্যা বেড়ে হয়েছে ২০৭ জন।’