সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ২১, ২০২০
প্রতিনিধি/ ফেঞ্চুগঞ্জঃঃ
ফেঞ্চুগঞ্জে প্রবাসী তিন যুবকের অর্থায়নে পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস (covid-19) এর কারনে সারা বাংলাদেশে প্রায় ৯০লাখ পরিবহন শ্রমিক লক ডাউনের মধ্যে বেকার জীবন যাপন করছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন হয়ে পড়া এসব পরিবহন শ্রমিকদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিন প্রবাসীযুবক।
ফেঞ্চুগঞ্জ উপজেলার কে এম টিলা গ্রামের প্রবীন মুরব্বি আফতার আহমদের ইংলেন্ড প্রবাসী ২ ছেলে নাইম আহমদ, নাজিম আহমদ ও একই গ্রামের বির মুক্তি যোদ্ধা মৃত আপ্তাব আলীর ছেলে আমেরিকা প্রবাসী শরীফুল ইসলাম সাহেক।২৬ রমজান মঙ্গলবার বিকালে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং১৪১৮- র অন্তর্ভুক্ত মাইজগাঁও মাইক্রোবাস শ্রমিক উপকমিটির কার্যালয়ে ৪৫ জন পরিবহন শ্রমিকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন আফতার আহমদ,মোঃসাইফুল ইসলাম শামীম,মোঃ কামরুজ্জামান রাজু,মোঃ জুবেরুল ইসলাম জুলিয়ান। শ্রমিক ইউনিয়নের সভাপতি অাব্দুল লতিফ, সাধারণত সম্পাদক সিপার আহমদ সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, সদস্য নানু মিয়া,সবুজ মিয়া। উল্লেখ্য প্রবাসী ঐ তিন যুবকের নিজ গ্রাম কেম টিলা, পাশ্ববর্তী গ্রাম নোয়া টিলা, তফাদার টিলার অসহায় কর্মহীন ১৫০ টি পরিবারের মাঝে ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।