সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মে ২১, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের নোয়ারাই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ৬জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় সুত্রে জানা যায়, শিশুদের মারামারির ঘটনা নিয়ে বুধবার সন্ধ্যায় এক সালিশ বৈঠক চলাাবস্থায় নোয়ারাই এলাকার কমর আলী ও ইদন আলীর পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত কমর আলী, জাবেদ আলী, আমির আলী, আকমল মোস্তফা ও মুক্তার আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।